বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া কারাগারে
রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার আট মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে রফিকুল ইসলাম মিয়া তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়ার মাধ্যমে নাশকতার ১৩টি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
২০১৫ সালে হরতাল অবরোধের সময় নাশকতার ঘটনায় এ মামলাগুলো করা হয়। এর মধ্যে পাঁচটি মামলায় জামিন পেলেও বাকি আট মামলায় জামিন না পাওয়ায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে কারাগারে যেতে হচ্ছে।
রাজধানীর পল্টন থানার নাশকতার তিন মামলায় ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জামিন মঞ্জুর করলেও বাকি চার মামলায় জামিন নামঞ্জুর করেন একই বিচারক। এ ছাড়া মতিঝিল থানায় দায়ের করা আরেকটি মামলায়ও একই বিচারক জামিন নাকচ করেন।
অন্যদিকে মিরপুর থানার নাশকতার আরো দুটি মামলায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম জামিন নাকচ করেন। এ ছাড়া যাত্রাবাড়ী থানার নাশকতার আরেকটি মামলায় ঢাকা মহানগর হাকিম খোরশেদ আলম জামিন মঞ্জুর করেন।
পল্লবী থানায় দায়ের করা এক মামলায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী রফিকলের জামিন দিলেও আরেক মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।