বাগেরহাটে বোমা বিস্ফোরণে তরুণ নিহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বোমা বিস্ফোরণে সুমন শেখ (২২) নামের এক তরুণ নিহত হয়েছে। আজ সোমবার বেলা ৩টার দিকে উপজেলার আট্টাকী ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন শেখ ফকিরহাটের আট্টাকী গ্রামের সাত্তার শেখের ছেলে। তিনি ছাত্রদলের কর্মী বলে পুলিশ দাবি করেছে। তবে এই ব্যাপারে ছাত্রদলের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।
বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ সুমনের মা পারুল বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, ফকিরহাটের আট্টাকী গ্রামের ঘোষপাড়া এলাকায় বেলা ৩টার দিকে বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটে। এ সময় ছাত্রদলের কর্মী সুমন শেখ ঘটনাস্থলে আহত হন। পরে স্থানীয় লোকজন সুমনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই বিকেলে সুমন মারা যান। এই ঘটনায় পুলিশ সুমনের মা পারুল বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
ওসি জানান, ধারণা করা হচ্ছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য সুমন এই বোমা পরিবহন করছিলেন অথবা তিনি বোমা তৈরি করছিলেন। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, দুপুরে সুমন ও তাঁর কয়েকজন বন্ধু বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ওই স্থানেই সুমনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী উদ্ধার করে দ্রুত ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।