মোবাইল চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মোবাইল চুরির ঘটনায় আবদুল মালেক নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল মালেক চাঁদপুর জেলার ছিদ্দিক পাটোয়ারীর ছেলে। তিনি পরিবারসহ সোনাইছড়ির বগুলা বাজার এলাকায় বসবাস করতেন।
মালেককে পেটানোর সঙ্গে জড়িত সন্দেহে আজ বুধবার সকালে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত ১২টার দিকে মালেক তাঁর বাড়িতে ঘুমিয়ে ছিলেন। ওই সময় স্থানীয় আজমের নেতৃত্বে ১০-১২ জন যুবক তাঁকে ডেকে নিয়ে যান। পরে তাঁরা মোবাইল চুরির অভিযোগে মালেককে বেধড়ক পেটান। পেটানোর পর চৌধুরীঘাটা এলাকায় একটি ওয়াটার ড্রিংকিং কারখানার ভেতর শেকল দিয়ে বেঁধে রাখা হয় তাঁকে। খবর পেয়ে মালেকের মা-বাবা ঘটনাস্থলে গিয়ে ছেলেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন।
কিন্তু ওই যুবকরা মোবাইল চুরির কথা বলে মালেকের মা-বাবার কাছে ৪০ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেন। কিন্তু টাকা দিতে না পারায় মালেকের মা-বাবাকেও পেটান যুবকরা। পরে মালেকের মা-বাবা কান্নাকাটি করে ঘটনাস্থল থেকে বাড়িতে চলে যান। সকালে তাঁরা খবর পান, রাত ২টার দিকেই মালেকের মৃত্যু হয়েছে।
আজ সকালে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন। ঘটনাটি জানাজানি হলে এলাকার লোকজন ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। তবে পিটুনিতে নেতৃত্ব দেওয়া আজমসহ মূল হোতারা পালিয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, আজ সকালে মালেকের লাশ উদ্বার করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।