চট্টগ্রামে ‘হাত-পা বাঁধা’ যুবক আগুনে নিহত

চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিংয়ের একটি বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মাজহারুল ইসলাম (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় তাঁর হাত-পা বাঁধা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে খুলশি থানা পুলিশ পুড়ে যাওয়া কিশোরের লাশ উদ্ধার করেছে। নিহত মাজহারুলের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, নাসিরাবাদ প্রপার্টিজ এলাকার পূর্ব নাসিরাবাদ ওয়েলফেয়ার কমিটির টিনের ঘরে থাকত মাজহারুল। রাতে কয়েক দফা আগুন ধরে এ ঘরটিতে। গভীর রাতে এটি আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়।
প্রতিবেশী হারুন অর রশিদ জানান, শুক্রবার রাত ১১টার দিকে ওই বাসা থেকে ধোঁয়া দেখা যায়। এ সময় ইস্পাহানি গ্রুপের মালিকানাধীন এ আবাসিক এলাকার দারোয়ানদের ডেকে আনা হয়।
দারোয়ানরা ঘর থেকে মাজহারুলকে ঘর থেকে বের করে আনে। ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় দারোয়ানরা যুবককে লাঠি দিয়ে মারতে দেখা যায়। এ সময় তার হাত-পা বাঁধা ছিল। দারোয়ানরা আগুন না নিভিয়ে চলে যায়। পরে যুবকটি আবারও ঘুমাতে যায়।
রাত ২টার দিকে একই ঘরে আবারো আগুন ধরে। পাশের বাড়ি থেকে পানি দিয়ে রক্ষা করা যায়নি বলে জানান প্রতিবেশী সেলিমা রহমান।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, সকালে পুড়ে যাওয়া মাজহারুল ইসলামের লাশ উদ্ধার করেছে। ঘরটি সম্পূর্ণভাবে ভস্মীভুত হয়ে যায়। সেখানে একটি স্টিলের আলমারি ও লোহার বিভিন্ন সামগ্রী ছিল। আলমারিতে পূর্ব নাসিরাবাদ ওয়েল ফেয়ার কমিটির বিভিন্ন সরঞ্জাম ছিল যা পুড়ে যায়।
পুলিশ জানায়, নিহত কিশোর মাদকাসক্ত ছিল।
নিরাপত্তা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান জিফোরএসের কর্মকর্তঅ মো. ইউসুফ বলেন, রাতে কোম্পানির দারোয়ান ছাড়াও আনসার সদস্যরা দায়িত্বে ছিলেন।