ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ঝালকাঠিতে বৃষ্টি

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে সৃষ্ট ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ঝালকাঠিতে দুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। আজ শুক্রবার সকাল থেকে হালকা বাতাসসহ মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়েছে।
রোয়ানু মোকাবিলায় গতকাল বৃহস্পতিবার রাত থেকে ঝালকাঠিতে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গতকাল রাত ৯টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এক জরুরি সভার আয়োজন করে। এ সময় জেলা পর্যায়ে একটি ও জেলার চার উপজেলায় একটি করে মোট পাঁচটি নিয়ন্ত্রণকক্ষ খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক) মো. জাকির হোসেন জানান, স্বাস্থ্য বিভাগের আওতায় মোট ৪০টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া সভায় জেলার সব সাইক্লোন শেল্টার খোলা রাখা, জেলার চারটি উপজেলা পরিষদ, ৩২টি ইউনিয়ন পরিষদ ও দুটি পৌরসভাকে সতর্ক থাকাসহ সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড়ের কারণে আজ ও আগামীকাল শনিবার সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থাকার নির্দেশনাও জারি করা হয়েছে।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক) মো. জাকির হোসেন সভায় সভাপতিত্ব করেন। এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিবসহ স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, শিক্ষা, মৎস্য, ত্রাণ বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সরকারি-বেসরকারি সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।