ঝড়-বৃষ্টিতে বরিশালে জনজীবন বিপর্যস্ত

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সৃষ্ট ঝড় ও বৃষ্টিতে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ১০ জন আহত হয়েছেন। গাছের খুঁটি উপড়ে পড়ায় গোটা বরিশালে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎসংযোগ।
স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বরিশালে ১৯৪ কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
স্থানীয় আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এহসানুল হক বলেন, ভোররাত থেকে ঘণ্টায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছে।
স্থানীয় বিদ্যুৎ অফিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা যায়, বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় ভোর সাড়ে ৪টা থেকে বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল বন্দর কর্মকর্তা মফিজুর রহমান জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুক্রবার বিকেল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, বরিশাল-বানারীপাড়া সড়কে চলন্ত ট্রাকের ওপর গাছ ভেঙে পড়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
বরিশাল লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, যাত্রীবাহী লঞ্চগুলো ঘাটে নোঙর করে রয়েছে। এতে দূর-দূরান্তের বহু যাত্রী আটকাপড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে।
অবিরাম বৃষ্টিতে বরিশাল নগরীরর প্রধান সড়কগুলোতে হাঁটু পানি জমার পাশাপাশি শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বেলা ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঝড়-বৃষ্টি সমানতালে চলছিল।