মংলায় ৪৫০ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১

মংলায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবদুল মালেক পাটোয়ারী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আটক মালেকের কাছে ৪৫০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
গতকাল শুক্রবার দিবাগত রাতে মালেককে আটক করে পুলিশ। আজ শনিবার মালেক ও তাঁর ছেলে মাসুদ পাটোয়ারীকে (২২) আসামি করে মাদক আইনে মামলায় করেছে মংলা থানার পুলিশ।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে মংলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইমুন ঢালী ও মো. কুদ্দুস উপজেলার চিলা ইউনিয়নের গাববুনিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আবদুল মালেক পাটোয়ারীর বাড়িতে অভিযান চালান। এ সময় মালেকের বসতঘরে তল্লাশি চালিয়ে ঘরের মাচার ওপর থেকে ৪৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। হেরোইন বেচাকেনার অভিযোগে মাদক ব্যবসায়ী মালেককে হাতেনাতে আটক করে পুলিশ। এ ঘটনায় শনিবার দুপুরে মালেক পাটোয়ারী ও তাঁর ছেলে মাসুদ পাটোয়ারীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর মাসুদ পলাতক।
মালেক ও তাঁর ছেলে মাসুদ দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালাচ্ছে বলে জানায় পুলিশ। তবে মালেক দাবি করেন, তাঁর ছেলে মাসুদ নেশা করে এটা তিনি জানেন না। অন্যদিকে তিনি নিজে মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন মালেক।