নীলফামারীতে ৪ জেএমবি সদস্য আটক : ডিবি

নীলফামারীতে বিশেষ অভিযানে নিষিদ্ধঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
পুলিশ জানিয়েছে, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতারের নেতৃত্বে শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে নীলফামারীর জলঢাকা, ডোমারের চিলাহাটি ও ডিমলা থেকে তাঁদের আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- বজলুর রহমান ওরফে বজলু, তরিকুল ইসলাম, সাইফুর রহমান ও কারি মীর কাশেম। তাঁদের রোববার বিকেলে নীলফামারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আকরাম হোসেনের আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়।
নীলফামারীর পুলিশ সুপার জাকির হোসেন খান জানান, আটক ব্যক্তিরা সবাই নিষিদ্ধঘোষিত জেএমবির সক্রিয় সদস্য এবং এঁদের মধ্যে তরিকুল ইসলাম গত বছরের ৯ আগস্ট জলঢাকার গোলমুন্ডা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাধব চন্দ্র হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।