স্ত্রী ও দুই মেয়েসহ সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকের বিরুদ্ধে মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক এবং দুই মেয়ে নুরিন তাসমিয়া সিদ্দিক ও বুশরা সিদ্দিকের বিরুদ্ধে পৃথক চারটি দুর্নীতি ও মানিলন্ডারিং মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীতে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক জ্ঞাত আয়বহির্ভূতভাবে ২৮ কোটি ৫৯ লাখ ৬৩ হাজার ২৩২ টাকার সম্পদ অর্জন করেছেন এবং তার নামে থাকা চারটি ব্যাংক হিসাবে মোট ৬২ কোটি টাকার সন্দেহজনক লেনদেন সংঘটিত হয়েছে।
আক্তার হোসেন আরও বলেন, তার স্ত্রী শাহিন সিদ্দিকের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ আনা হয়েছে। তিনি তার স্বামীর সরকারি কর্মকালীন সময়ে জ্ঞাত আয়ের বাইরে ২৫ কোটি ৭৬ লাখ টাকার সম্পদ অর্জন করেন এবং ১১টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৫৯ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন করেন।
এছাড়া এই দম্পতির দুই মেয়ে—নুরিন তাসমিয়া সিদ্দিক এবং বুশরা সিদ্দিকও আলাদা আলাদাভাবে বিপুল জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন বলে দুদক জানিয়েছে। নুরিন তাসমিয়া সিদ্দিক তিন কোটি ৩৭ লাখ টাকার এবং বুশরা সিদ্দিক চার কোটি দুই লাখ টাকার সম্পদ ভোগদখলে রেখেছেন।
দুদকের তদন্তে প্রাপ্ত হিসাব অনুযায়ী, তারিক আহমেদ সিদ্দিকের মোট সম্পদের পরিমাণ প্রায় ৪৮ কোটি ৬৫ লাখ টাকা, যেখানে তার গ্রহণযোগ্য আয় প্রায় ২০ কোটি টাকা। শাহিন সিদ্দিক, নুরিন তাসমিয়া এবং বুশরা সিদ্দিকের ক্ষেত্রেও অনুরূপ অসামঞ্জস্যতা ধরা পড়ে, যার ভিত্তিতে কমিশন মামলার সুপারিশ করে।