মাগুরায় দুটি পুলিশ বক্স উদ্বোধন

মহাসড়ক যানজট মুক্ত রাখতে এবং আইনশৃঙ্খলার উন্নয়নে মাগুরার ওয়াবদা ও ইছাখাদায় আজ বৃহস্পতিবার দুটি পুলিশ বক্স উদ্বোধন করা হয়। ছবি : এনটিভি
মহাসড়ক যানজট মুক্ত রাখতে এবং আইনশৃঙ্খলার উন্নয়নে মাগুরার ওয়াবদা ও ইছাখাদায় দুটি পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা-ঢাকা মহাসড়কের ওয়াবদা মোড়ে মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান এবং ইছাখাদায় মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের নামে দুটি পুলিশ বক্স আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
প্রাণ আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় পুলিশ বক্স দুটির উদ্বোধন করেন স্থানীয় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লাইলা জলি। এ সময় পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুণ্ডু, পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল ও প্রাণ আরএফএল গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম বক্তব্য দেন।
বক্তারা, পুলিশ বক্স দুটিতে নিয়মিত পাহারারত পুলিশ সদস্যদের সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।