চট্টগ্রামে সংঘর্ষে আহত আরো একজনের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া থানার বড় উঠান ইউনিয়নের শাহ মিরপুর কেন্দ্র দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ হোসেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ দুপুরে নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে শাহ মিরপুর কেন্দ্র দখল করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মো. ইয়াসিন নামে ৬ নম্বর ওয়ার্ডের এক সদস্য পদপ্রার্থী নিহত হন। ওই সময়ই প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন মোহাম্মদ হোসেন। দুপুরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান তিনি।
চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নির্বাচনী সংঘর্ষে আহত অন্তত ১৫ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অব্স্থা গুরুতর।
এদিকে, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ঘটা সংঘর্ষ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামে এক ব্যক্তি মারা গেছেন।দুপুরের দিকে পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বাবুল শীল (৫৫)। তিনি ওই ইউপি নির্বাচনে একজন সদস্য পদপ্রার্থীর সমর্থক।