চট্টগ্রাম ইপিজেডে ফোম কারখানায় আগুন

চট্টগ্রামে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি ফোম কারখানায় আগুনে পণ্যসামগ্রী পুড়ে গেছে।
আজ রোববার ভোরে ইপিজেডের ১৮ নম্বর প্লটের কর্ণফুলী রিসোর্স ফোম অ্যান্ড অ্যাকসেসরিজ কারখানার গুদামে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল মালেক জানান, সকাল সাড়ে ৮টা পর্যন্ত অগ্নিকাণ্ডে কারখানা ও গুদামের বেশ ক্ষতি হয়েছে। তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
কারখানার ভেতরে ফোম ও কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে বলে জানায় ফায়ার সার্ভিস।