চট্টগ্রামে স্টিল কারখানা আগুনে দগ্ধ

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় রতনপুর স্টিল রি-রোলিং মিলস (আরএসআরএম) অগ্নিকাণ্ডে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক কামাল উদ্দিন জানান, স্টিল তৈরির এ কারখানার সিসিএম মেশিনে বয়লারের স্ক্যাপ নেওয়ার সময় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। তরলজাতীয় আগুন অন্য পাত্রে স্থানান্তরের সময় ওপর থেকে শ্রমিকের শরীরে পড়ে যায়। এ ঘটনায় পাঁচ শ্রমিক আহত হন। তাঁদের মধ্যে মো. জহির, আবু বক্কর, সঞ্জয় নাথ ও মো. জাফর আলমের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর অবস্থায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবদুল হামিদ জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। জরুরি বিভাগে ভর্তির পর তাঁদের বার্ন ইউনিটে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। প্রতিষ্ঠানের পরিচালক নিজাম উদ্দিন জানান, আহতদের আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন জানান, অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।