শেরপুরের নকলায় ১১ বছরের বালিকাকে 'ধর্ষণ’ করল ১৫ বছরের কিশোর

শেরপুরের নকলা উপজেলায় শনিবার সকালে ১১ বছরের এক বালিকাকে ধর্ষণ করেছে ১৫ বছরের কিশোর। ধর্ষক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নকলা পৌরসভার মোছারচর এলাকার স্কুলপড়ুয়া এক বালিকাকে ধর্ষণ করে ওই ধর্ষিতারই ফুফাতো ভাই রফিকুল। চতুর্থ শ্রেণির ছাত্রী ওই ধর্ষিতার এক আত্মীয় মারা যাওয়ায় সকালে বাড়ির সবাই জানাজার নামাজে অংশ নিতে চলে চলে যায়। বাড়ি খালি থাকার সুযোগে রফিকুল তার আপন ফুফাতো বোনকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।
এদিকে, বিকেলে সবাই বাড়ি আসার পর ধর্ষিতা বালিকা বিষয়টি পরিবারের লোকজনকে জানালে মেয়ের বাবা থানায় গিয়ে অভিযোগ করেন। সন্ধ্যায় নকলা থানা পুলিশ ধর্ষক কিশোরকে গ্রেপ্তার করে।