জামালপুরে থানাহাজতে হত্যা মামলার আসামির মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ী থানাহাজতে হাশেম আলী নামের হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে।
আজ সোমবার ভোর ৫টার দিকে থানাহাজতে অসুস্থ হয়ে পড়লে হাশেম আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনা জানার পর এলাকাবাসী থানা ঘেরাও করে বিক্ষোভ করেন।
সরিষাবাড়ী থানা পুলিশ জানায়, গত ১৪ এপ্রিল হাশেম আলীর স্ত্রী লাকী আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে লাকীর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশের ময়নাতদন্ত করে হত্যার আলামত পাওয়া যায়। গতকাল রোববার সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বাদী হয়ে হাশেম আলী ও তাঁর মা হাসু বেগমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় গত রাতে ঢাকার গুলশান এলাকা থেকে হাশেম আলীকে গ্রেপ্তার করে নিয়ে আসে সরিষাবাড়ী থানা পুলিশ। থানাহাজতে থাকা অবস্থায় ভোরের দিকে হাশেম আলী অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাঁকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, থানাহাজতে হাশেম আলীর মৃত্যুর খবরে পৌর এলাকার তারিয়াপাড়া এলাকার দুই শতাশিক গ্রামবাসী বিক্ষোভ মিছিল নিয়ে সরিষাবাড়ী থানা ঘেরাও করেন। পরে হাশেম আলীর মৃত্যুর সঠিক তদন্ত করার আশ্বাস দিলে প্রায় আধঘণ্টা পর ঘেরাও উঠিয়ে নেওয়া হয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন জানান, ভোররাতে হাশেম আলীর বুকে ব্যথা উঠলে তাঁকে দ্রুত থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মমতাজ উদ্দিন জানিয়েছেন, হাশেমের শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই, তবে তাঁর গলায় ফাঁস দেওয়ার মতো চিহ্ন রয়েছে।