স্কুল কমিটির নির্বাচনে পাঁচজন গুলিবিদ্ধ, আটক ২

বাগেরহাটের মোরেলগঞ্জের একটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন চলার সময় গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন মাহাবুব শিকদার ও তাঁর ভাই মিজানুর রহমান শিকদার।
গুলিবিদ্ধ পাঁচ ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এলাকাবাসীর দাবি, এ ঘটনায় অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, মোরেলগঞ্জের সোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন চলাকালে মাহাবুব শিকদার তাঁর বাড়ি থেকে বন্দুক নিয়ে গুলি করতে শুরু করেন। কেউ বুঝে ওঠার আগেই গুলির ঘটনায় পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মূল অভিযুক্তসহ দুজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।
এ ছাড়া এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে কী কারণে এ গুলির ঘটনা ঘটেছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি ওসি।