আত্মসমর্পণকারী বনদস্যুরা কারাগারে

বাগেরহাটের মংলায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পনকারী বনদস্যুদের পৃথক দুটি অস্ত্র আইনের মামলায় আদালতে তোলা হয়। পরে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আজ বুধবার বিকেলে তাঁদের কারাগারে পাঠানো হয়।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৮-এর ডিএডি মো. হাবিব বাদী হয়ে মংলা থানায় দুটি মামলা করেন।
একটি মামলায় আসাদুল ইসলাম কোকিলকে (২৭) আসামি করা হয়েছে।
অপরটিতে মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টার (৪৬), সোহাগ আকন্দ (৩৭), সোলায়মান শেখ (২২), সুলতান খাঁ (৫৮), ফজলু শেখ (৩৪), শাহীন শেখ (৩২), সুমন সরদার (২৬), হারুণ (২৪) ও আরিফ সরদারকে (২২) আসামি করা হয়েছে।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফুর রহমান জানান, গতকাল মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে ৫১টি আগ্নেয়াস্ত্র ও প্রায় পাঁচ হাজার গুলি তুলে দিয়ে আত্মসমর্পণ করে মাস্টার বাহিনীর সদস্যরা।
বাহিনীর প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টারসহ ১০ বনদস্যুকে ওইদিন সন্ধ্যায় মংলা থানা পুলিশে হস্তান্তর করে র্যাব। পরে ওইদিন রাতে অস্ত্র আইনে দুটি মামলা করে।
আজ বিকেলে সদস্যদের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ২-এর আদালতে সোপর্দ করা হলে বিচারক মো. সিরাজুল ইসলাম গাজী তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।