পিকআপ গিয়ে আছড়ে পড়ল গাছে, প্রাণ গেল চারজনের

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৯ জন।
আজ বুধবার বিকেলে বাগেরহাট-খুলনা মহাসড়কের উপজেলার মহাদেবের দোকান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন বাগেরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। এরা হলেন সরদার লুৎফর রহমান, মো. ছানা মিয়া, তাঁর স্ত্রী আনজিরা। বাকি এক নারীর পরিচয় জানা যায়নি। এঁদের সবার বাড়ি খুলনার পাইকগাছায়।
ওসি আরো জানান, বিকেল পৌনে ৫টার দিকে বেশ কয়েকজন নির্মাণ শ্রমিককে নিয়ে পিকআপ ভ্যানটি যাচ্ছিল। পথে মহাদেবের দোকানের মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি রাস্তার পাশে একটি গাছের ওপর গিয়ে আছড়ে পড়ে।
এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে যায়। তারা এলাকাবাসীর সহায়তায় ১৩ জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বাগেরহাট সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়।
এঁদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চারজন মারা গেছেন বলে জানান ওসি।