আ. লীগের একটি অংশ বিএনপি ও জাপার পক্ষে কাজ করেছে
কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের ভোটে দলের একটি অংশের নেতাকর্মীরা নৌকা প্রতীকের বিরুদ্ধে কাজ করেছেন। তাঁরা বিএনপি ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের পক্ষেও কাজ করেছে বলে অভিযোগ করা হয়।
আজ বুধবার দুপুরে উলিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ, দপ্তর সম্পাদক নিমাই সিনহা প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু বলেন, গত ২৮ মের উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন তালুকদার এবং বঙ্গবন্ধু পরিষদের উপজেলা সভাপতি এম এ মতিন প্রকাশ্যে নৌকা প্রতীকের বিপক্ষে অবস্থান নেন। সেইসঙ্গে বিএনপি ও জাতীয় পাটির প্রার্থীদের পক্ষে কাজ করেন।
এ ছাড়া প্রত্যেকটি ইউনিয়নে একাধিক বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়ে দেন তাঁরা। ফলে ১৩ ইউনিয়নের মধ্যে মাত্র দুটিতে নৌকা প্রতীক জয়লাভ করে বলে উল্লেখ করেন গোলাম হোসেন মন্টু। তিনি আরো জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে শিগগিরই সাংগাঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল মঙ্গলবার ‘উপজেলা আওয়ামী লীগ পুনরুদ্ধার মঞ্চ’ নাম দিয়ে সংবাদ সম্মেলন করেন সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন তালুকদার, বঙ্গবন্ধু পরিষদের উপজেলা সভাপতি এম এ মতিন ও তাঁদের সমর্থকরা। সংবাদ সম্মেলনে তাঁরা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির জন্য বতর্মান উপজেলা কমিটিকে দায়ী করেন।