চোরাচালান নয়, খামার তৈরির পরামর্শ বিজিবির

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকার গরু ব্যবসায়ীদের চোরাচালান নয়, বরং গরুর খামার তৈরির পরামর্শ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ বিজিবির ৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ পরামর্শ দেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুর রহমান।
সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং গরু চোরাচালান দমনের জন্য গরু ব্যবসায়ীদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে বিজিবি। সভায় চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলার সীমান্ত এলাকার গরু ব্যবসায়ী অংশ নেন।
সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিজিবির রংপুর রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার আহমেদ চৌধুরী, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেন, ৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আবুল এহসান, ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসান মোরশেদ প্রমুখ।
বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুর রহমান বলেন, সীমান্ত এলাকার গরু ব্যবসায়ীরা গরুর খামার তৈরির মধ্য দিয়ে নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারে। এতে তারা স্বাবলম্বী হবে। সীমান্তে কোনো প্রকার অবৈধ কর্মকাণ্ডকে ছাড় দেওয়া হবে না।
এ সময় বিজিবি কর্মকর্তা চোরাচালন বন্ধে সবার সহযোগিতা কামনা করেন।