অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে গ্রেপ্তার ৬

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বন এলাকায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ছয় জেলেকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। আজ শুক্রবার সকালে মংলার পশুর নদী থেকে ট্রলারসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মংলার জয়মনি এলাকার নজরুল গাজী, বরগুনা তালতলী উপজেলার সকিনা গ্রামের জাফর পেয়াদা, উত্তর জারাখালী গ্রামের নাসির, নিন্দ্রারচর গ্রামের দুলাল, ছোট আমখোলা গ্রামের আবুল ফজল এবং খুলনার নতুন বাজার এলাকার মোস্তফা শেখ। বন আইনে মামলা দায়েরের পর দুপুরে তাঁদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. বেলায়েত হোসেন জানান, পাস পারমিট বন্ধ থাকার পরও অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে মংলার পশুর নদীতে মাছ শিকার করছিলেন জেলেরা। এ সময় টহলরত বনপ্রহরীরা ধাওয়া দিয়ে ট্রলারসহ এই ছয় জেলেকে আটক করেন। বনপ্রহরীরা ওই ট্রলারগুলোতে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে চার মণ বিভিন্ন প্রজাতির চিংড়ি ও সাদা মাছ জব্দ করেন।
বেলায়েত হোসেন বলেন, ‘সম্প্রতি পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকায় পরপর চারবার অগ্নিকাণ্ডের ঘটনায় পূর্ব সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে সব ধরনের পাস পারমিট বন্ধ করে দেওয়া হয়। তারপরও দুর্বৃত্তরা চুরি করে মাছ শিকারের অপতৎরতা চালাচ্ছে, কোনোভাবেই দুর্বৃত্তদের ছাড় দেওয়া হবে না। বনে টহল জোরদার রয়েছে।’