মেহেদীকে দিয়ে কেউ এসব করাচ্ছে : অ্যাটর্নি জেনারেল

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সরকার সমর্থকদের পরাজয়ের পেছনে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার (অ্যাটর্নি জেনারেল) ‘ষড়যন্ত্রকে’ দায়ী করেছেন ওই প্যানেলের সম্পাদক পদপ্রার্থী মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী। তবে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এনটিভি অনলাইনকে বলেন, মনে হচ্ছে কেউ তাঁকে দিয়ে এসব করাচ্ছে। কারণ, অনেকেই চায় না তিনি এখানে (অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব) থাকেন।
আজ বুধবার দুপুর ১টায় সুপ্রিম কোর্টের ল রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনেন।
এর প্রতিক্রিয়ায় বিকেলে অ্যাটর্নি জেনারেল বলেন, মেহেদীর মন্তব্য দুঃখজনক। তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ অহেতুক সন্দেহ। কেউ নির্বাচনে হেরে যাওয়ার পর এই ধরনের কথা বলা একেবারেই ছেলেমানুষি। আমি ব্যক্তিগতভাবে প্যানেলের সম্পাদক হিসেবে মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীকে পছন্দ করেছি। আমার কার্যালয়ের সবাইকে সকাল ৯টা থেকে এসে প্যানেলের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছি। আমি নিজে প্যানেলের পরিচিতিসহ ভোটের জন্য সর্বোচ্চ কাজ করেছি।’
‘এমন একজন লোককেও পাওয়া যাবে না, যাকে আমি প্যানেলের বিরুদ্ধে কাজ করার কথা ও ভোট দেওয়ার কথা বলেছি। আমি নিজে পূর্ণ প্যানেলে ভোট দিয়েছি। তারপরও এ ধরনের অভিযোগ দুঃখজনক ও ছেলেমানুষি,’ যোগ করেন অ্যাটর্নি জেনারেল।
অ্যাটর্নি জেনারেলের পদ থেকে অপসারণের দাবি প্রসঙ্গে মমতাজ উদ্দিনের উদ্দেশে মাহবুবে আলম আরো বলেন, ‘আমি আদালতে অনেক অন্যায় কাজে বাধা দেই। ফলে আমি এখান থেকে সরে গেলে অনেকেরই লাভ।’