বাগেরহাটে ইউপি নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ১

বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের আড়ুয়াডাঙ্গা গ্রামে আজ রোববার নির্বাচন-পরবর্তী সহিংসতায় এক যুবক নিহত হয়েছে। এ সময়ে আরো তিনজন আহত হয়। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, আজ দুপুরে নলধা-মৌভোগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সরদার আলতাফ হোসেনকে (৩৫) একই এলাকার আবুল হোসেন পক্ষের লোকজন কুপিয়ে জখম করে। তাঁকে মারাত্মক জখম অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার জের ধরে সন্ধ্যায় আহত ইউপি সদস্য সরদার আলতাফ হোসেনের লোকজন প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এতে আড়ুয়াডাঙ্গা গ্রামের আতিয়ার সরদারের ছেলে হাফিজুর সরদার (২৫) ঘটনাস্থলে নিহত হন। এ সময় ১০টি বাড়িঘর ভাঙচুর করা হয় বলে স্থানীয় লোকজন জানায়।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার ঘটনা ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।