রৌমারীতে জুয়েলের খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েলের খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুর আড়াইটায় রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও এলাকাবাসীর উদ্যোগে থানা মোড় থেকে মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার পরিষদের সামনে ডিসি রাস্তায় এসে শেষ হয়। পরে সেখানেই সহস্রাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মজিবুর রহমান বঙ্গবাসী বলেন, মুক্তিযোদ্ধার সন্তান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েলের খুনিদের পুলিশ আড়াই মাসেও গ্রেপ্তার করতে পারেনি। আগামী ১০ দিনের মধ্যে খুনিদের গ্রেপ্তার করতে না পারলে রৌমারীবাসী আরো কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবে।
মানববন্ধনে আরো বক্তব্য দেন রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হোরায়রা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, কুড়িগ্রাম জেলা মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি মো. আবু হানিফ মাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মো. আবদুল খালেক, প্রভাষক ফেরদৌস আহাম্মেদ, মুক্তিযোদ্ধা সামসুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. সাহার আলী, ইউপি সদস্য আজিজুল হক প্রমুখ।
স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় স্থাপনের জের ধরে গত ২০ মার্চ রাত ১টার সময় খনজনমারা গ্রাম থেকে বাড়ি ফেরার পথে জুয়েলকে এলোপাতাড়ি কুপিয়ে ধানক্ষেতে ফেলে যায় খুনিরা। দুদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জুয়েল।
এ ঘটনায় মামলা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।