চট্টগ্রামে কম্পিউটার কর্মশালার উদ্বোধন

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় বিজিএমইএ ভবনে আজ শুক্রবার ছয় মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : এনটিভি
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় কল সেন্টার হ্যালো ওয়ার্ল্ড চট্টগ্রামে শুরু করেছে ছয় মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
আজ শুক্রবার সকালে নগরীর খুলশী এলাকায় বিজিএমইএ ভবনে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও চিটাগং চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম।
বক্তারা এ ধরনের প্রশিক্ষণ কোর্স বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য দক্ষ জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।
বর্তমান কোর্সে দেড় শ ছাত্রছাত্রী অংশ নিচ্ছে।