মিতু হত্যা : মানববন্ধনের সামনে ছুরিসহ যুবক আটক

চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি চলার সময় ছুরিসহ এক যুবককে আটক করা হয়েছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে পুলিশ ওই যুবককে আটক করে। তাঁর নাম মোহাম্মদ ইব্রাহিম (২৫)। তাঁর বাড়ি টাঙ্গাইলে বলে জানা গেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, যুবকের পরনে জিন্স প্যান্ট, টি-শার্ট ও সঙ্গে ব্যাকপ্যাক আছে। মানববন্ধনের সময় তিনি ঘোরাঘুরি করছিলেন। এ সময় পুলিশের সন্দেহ হলে তাঁকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তিনি পালানোর চেষ্টা করেন। তাঁর কাছ থেকে দুটি ছুরি ও একটি পেনড্রাইভ উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, আটক যুবককে থানা হেফাজতে রাখা হয়েছে।
মিতু হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিনোবুধি ভিক্ষু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তোফাজ্জল আহমদ, এ এস এম ফরিদুল আলম, খোরশেদ আলম অংশ নেন।
গত ৫ জুন ঢাকার পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে (৩৫) চট্টগ্রামের জিইসি মোড়ে গুলি করে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়।