আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহত

বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মোল্লাহাটের সিংগাতী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মাফফার চৌধুরী। তাঁর বাড়ি সিংগাতী গ্রামে।
আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের মধ্যে ১৩ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, অধিপত্য বিস্তার নিয়ে গ্রামের কাওসার আলী চৌধুরীর সঙ্গে এনায়েত চৌধুরীর বিরোধ চলে আসছিল। গতকাল বিকেলে মৌবাজার এলাকায় তুচ্ছ বিষয় নিয়ে ওই দুই গ্রুপের সমর্থক মিকাইল ও ইকলিবুরের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষ চলাকালে কাওসার আলী চৌধুরীর ভাই মাফ্ফার চৌধুরীকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খাইরুল আনাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে কোনো পক্ষ এখনো মামলা করেনি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।