ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ জন গ্রেপ্তার

ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান চলছে। সন্ত্রাস ও জঙ্গি দমনে দেশব্যাপী পুলিশের ঘোষিত সপ্তাহব্যাপী সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিনে জেলার নয় উপজেলায় ব্যাপক অভিযান চালানো হয়।
এ সময় বিএনপি-জামায়াতসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৫০ আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতের আমির সাজেদুর রহমানও রয়েছেন।
জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) মো. আব্দুল কাইয়ুম জানান, অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।