নেত্রকোনায় বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিনে নেত্রকোনা জেলা পুলিশ বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ বিএনপি এবং জামায়াত-শিবিরের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
আজ শনিবার পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃতদের নামে নাশকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার এবং আন্দোলনের নামে নানা স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে। তাদের আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জানা যায়, বিশেষ অভিযানে কেন্দুয়া উপজেলা বিএনপি নেতা মোস্তফা কামাল, আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম, খোকন মিয়া, দুর্গাপুর উপজেলা বিএনপির নেতা জুনাইদ মিয়া, খালিয়াজুরী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন, মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা. হাদিউল ইসলাম, জামায়াতকর্মী ওয়াদুদ মিয়া, মোহনগঞ্জ উপজেলার মাঘান ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি মো. নজরুল ইসলামহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।