চট্টগ্রামে বাস খাদে, নারী পোশাকশ্রমিক নিহত

চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন পোশাকশ্রমিক।
আজ রোববার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পোশাকশ্রমিকের নাম রানী (২৭)। তিনি ইপিজেড এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে রানীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর জানান, সকাল ৮টার দিকে পোশাকশ্রমিকবাহী একটি বাস ইপিজেডে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। এ সময় চারজন আহত হন। তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রানী মারা যান।