খুলনায় মাইক্রোবাস উল্টে দুজন নিহত

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর ইউনিয়নের কাঞ্চনপুরে মাইক্রোবাস উল্টে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত দুজন হলেন শিমুল ও সোহান। আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাঁদের চুকনগরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে খুলনা থেকে সাতক্ষীরায় যাচ্ছিল ‘হেলথ কেয়ার’ নামে ওষুধ কোম্পানির একটি মাইক্রোবাস। পথে কাঞ্চননগর এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। ওই সময় গাড়িতে থাকা শিমুল ও সোহান ঘটনাস্থলেই নিহত হন। মাইক্রোবাসে থাকা তিনজন আহত হন। পরে স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন তিনি।