কোটালীপাড়ায় ট্রলি উল্টে চালক নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রলি উল্টে চালক লিমন শেখ (৩৫) নিহত হয়েছেন। আজ বুধবার (২৮ মে) সকালে কোটালীপাড়া-রাজৈর সড়কের মনোহর মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমন শেখ উপজেলার পিঞ্জুরী গ্রামের হাসেম শেখের ছেলে।
লিমন শেখের প্রতিবেশী সুমন শেখ জানান, প্রতিদিনের মতো বালু পরিবহণের জন্য নিজের ট্রলি গাড়ি নিয়ে সকালে বাড়ি থেকে বের হন লিমন। রাধাগঞ্জ এলাকায় বালু নামিয়ে ফেরার পথে মনোহর মার্কেটের মোড় ঘুরতে গিয়ে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন লিমন শেখ। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।