ইবির সম্ভাব্য ভর্তি পরীক্ষা ১৯ থেকে ২৩ নভেম্বর

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স ( সম্মান ) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ১৯ থেকে ২৩ নভেম্বর প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. আবদুল হাকিম সরকারের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে উপ-উপাচার্য ড. মো. শাহিনুর রহমান, রেজিস্ট্রার এ এস এম আবদুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুল আলম, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল বারাকাত মোহাম্মদ ফারুক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আবু সিনাসহ বিভিন্ন বিভাগের সভাপতি উপস্থিত ছিলেন।
আগামী ১৪ জুলাই বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের মিটিং অনুষ্ঠিত হবে। এই মিটিংয়ে ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি অনুমোদিত হলে তা স্থায়ী ভর্তি পরীক্ষার সময়সূচি হিসেবে বিবেচিত হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এস এম আবদুল লতিফ এনটিভি অনলাইনকে বলেন, ‘২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি চেয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আজ (বুধবার) জরুরি বৈঠকের মাধ্যমে ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ১৯ থেকে ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।’