হোমিওপ্যাথি চিকিৎসক দেখেন চোখ!

মারুফ হোসেন একজন হোমিওপ্যাথি চিকিৎসক। কিন্তু নিয়মিত চোখের সমস্যা নিয়ে আসা রোগী দেখতেন।
আজ বুধবার ভোলার লালমোহন উপজেলায় ওই চিকিৎসককে আটক ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। হোমিওপ্যাথি চিকিৎসক হলেও চোখের চিকিৎসকের মতো কাজ করছেন এ অভিযোগের পরিপ্রেক্ষিতে মারুফকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। আর অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মারুফ হোসেনকে আজ ৫০ হাজার টাকা জরিমানা এবং একই সঙ্গে ব্যবহৃত যন্ত্রপাতিও জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লালমোহন উপজেলা বাজারের উত্তর মাথায় মারুফ হোসেন চোখের চিকিৎসক হিসেবে হিসেবে রোগী দেখতেন। অভিযোগ পাওয়ার পর লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. শামসুল আরিফ অভিযান চালিয়ে মারুফকে আটক করেন। নিজে চোখের চিকিৎসক না হয়েও ওই পরিচয় দিয়ে চিকিৎসা করার অপরাধে আদালত মারুফকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে নির্বাহী হাকিম মো. শামসুল আরিফ বলেন, ‘অভিযোগের সত্যতা পেয়ে ভুয়া চিকিৎসক মারুফ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং তাঁর ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। তবে তিনি হোমিওপ্যাথি চিকিৎসক। তাই ওই বিষয় নিয়ে কাজ করতে কোনো বাধা নেই।’