কানসাটে গঙ্গাস্নান উৎসবে মানুষের ঢল

চাঁপাইনবাবগঞ্জের পদ্মার শাখা নদী পাগলার গঙ্গাশ্রম ঘাটে হিন্দু ধর্মাবলম্বীদের জাহ্নুমণির দশহারা গঙ্গাস্নান উৎসবে মানুষের ঢল নামে। গঙ্গাস্নান উপলক্ষে কানসাটে পূজা অর্চনার পাশাপাশি গ্রামীণ মেলাও বসেছে।
গঙ্গা দশহরা তিথি অনুযায়ী আজ বুধবার ভোর থেকেই শিবগঞ্জ উপজেলার কানসাটের গঙ্গাশ্রম ঘাটে রাজশাহী, নাটোর, নওগাঁসহ দেশের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার হিন্দুধর্মাবলম্বি জামায়েত হয়। পূণ্য লাভের আশায় নারী-পুরুষ নির্বিশেষে গঙ্গাস্নানে অংশ নেয়। গঙ্গাস্নানকে ঘিরে গোটা কানসাট এলাকা হিন্দু সম্প্রদায়ের মিলন মেলায় পরিণত হয়। গঙ্গস্নানের পাশাপাশি নদী তীরে প্রার্থনা, গীতাপাঠ, ধর্মসভা ও কীর্ত্তনে অংশ নেন পূণ্যার্থীরা।
কানসাট গঙ্গাশ্রম উন্নয়ন কমিটি আয়োজিত এই গঙ্গাস্নানকে ঘিরে কানসাটে বসছে কাঠের তৈরি আসবাবপত্র, প্রসাধনী সামগ্রী ও বিভিন্ন খাবারের দোকান নিয়ে গ্রামীণ মেলা।