চুয়াডাঙ্গায় এটিএম বুথের নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা শহরের বড় বাজারে সোনালী ব্যাংক লিমিটেডের এটিএম বুথের নিরাপত্তা প্রহরী বকুল হোসেনের (২১) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার দৌলাতদিয়াড়ে নিহতের মামাবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বকুল সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি দৌলাতদিয়াড় গ্রামে মামা-মামির সঙ্গে থাকতেন।
সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, ঢাকার গুলশান-২ এর ডিসিসি মার্কেটের ফাইভ স্টার সেভ সার্ভিসেস লিমিটেডের নিয়োগকৃত কর্মী হিসেবে গত বছরের ২২ ডিসেম্বর চুয়াডাঙ্গা সোনালী ব্যাংকে যোগদান করেন বকুল।
নিহত বকুল হোসেনের মামা অটোরিকশাচালক মো. লাল্টু মিয়া জানান, সকালে তিনি কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন। সকাল ১০টার দিকে টিপু সুলতান নামে একজন মোটরশ্রমিক তাঁকে খবরটি জানান।
নিহতের চাচা শফি উদ্দিন জানান, বকুল মাদকাসক্ত ছিলেন। তিনি আত্মহত্যা করেছেন বলেই মনে হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) অনুপ কুমার দাস গিয়ে লাশ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী বকুল আত্মহত্যা করেছেন।
অভিভাবকদের আবেদনের কারণে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।