কাঁঠালের বিচি খেলা নিয়ে সংঘর্ষে আহত দুজনের মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কাঁঠালের বিচি নিয়ে শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
সংঘর্ষে নিহত দুজন হলেন উপজেলার গোয়ালগাঁও গ্রামের মণ্ডল মিয়া (৬০) ও মোশাররফ হোসেন (৪৮)।
এর আগে বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার গোয়ালগাঁও গ্রামে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হন। শুক্রবার সকালে তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বকশীগঞ্জ পৌর এলাকার গোয়ালগাঁও গ্রামে শিশু শামীম হোসেন (১০) ও মনজুরানী (৯) বাড়ির পাশে কাঁঠালের বিচি নিয়ে খেলা করছিল। খেলার সময় কাঁঠালের বিচি নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়।
বিষয়টি জানাজানি হওয়ার পর শিশু দুটির পরিবারের লোকজনও ঝগড়ায় লিপ্ত হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে অন্তত ১০ জন আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে মোশাররফ হোসেনকে ঢাকা মেডিকেলে এবং মণ্ডল মিয়া, জুলেখা বেগম, শাহালি মিয়াকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে শুক্রবার ভোরে মণ্ডল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে সকাল ৯টার দিকে মোশাররফ হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ বিষয়ে জানতে চাইলে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘সংঘর্ষের ঘটনায় দুজন মারা যাওয়ার কথা শুনেছি। মণ্ডল মিয়ার মৃত্যু বিষয়টি নিশ্চিত হয়েছি এবং মোশাররফ হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’