মোংলায় ‘বনদস্যু’ ফরহাদ আটক

মোংলার পশুর নদী থেকে ‘বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্য’ মো. ফরহাদ শেখকে (৪০) আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাঁর কাছ থেকে দেশি অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়।
আজ শুক্রবার বিকেলে ফরহাদকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। তিনি মোংলার চিলা এলাকার বাসিন্দা।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী মাসুদ জানান, দুপুরে পশুর নদীর চিলাসংলগ্ন কানাইনগর এলাকায় অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বনদস্যুরা। গোপন সূত্রে খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা ওই এলাকায় অভিযান চালান।
কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ফরহাদ ধরা পড়ে। পরে ফরহাদের নৌকায় তল্লাশি চালিয়ে ৮-১০টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
ফরহাদের বিরুদ্ধে জেলে অপহরণ, মুক্তিপণ আদায়সহ চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে বলে জানায় কোস্টগার্ড।