পুলিশ-পরিবারের পরস্পরবিরোধী বক্তব্য

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের গুলিতে এক যুবক আহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে আহত যুবকের পরিবারের সদস্য এবং পুলিশের বক্তব্যের মধ্যে কোনো মিল নেই।
আজ শনিবার সকালে বাঁশখালীর কালীপুর ইউনিয়নের পালেগ্রামে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম আবদুল করিম। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যুবকের ভাই জয়নাল আবেদীন অভিযোগ করে বলেন, স্থানীয় একটি দোকানের সামনে দাঁড়িয়ে টেলিভিশন দেখছিলেন তাঁর ভাইসহ আরো কয়েকজন। ওই দোকানের সামনেই কয়েক যুবক মিলে তাস খেলছিলেন। এ সময় পুলিশের একটি দল সেখানে উপস্থিত হলে তাস খেলারত যুবকরা পালিয়ে যেতে উদ্যত হয়। ওই সময় পলায়নপর যুবকদের লক্ষ্য করে গুলি করে পুলিশ। এতে আবদুল করিম কোমরে গুলিবিদ্ধ হন।
অন্যদিকে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্য বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমান বলেন, ডাকাতি মামলার আসামি ধরতে পালেগ্রামে যায় পুলিশের একটি দল। এ সময় এলাকার কিছু লোক পুলিশের ওপর হামলা চালায়। ফলে আত্মরক্ষার্থে পুলিশকেও কয়েক রাউন্ড গুলি চালাতে হয়। এ সময় ওই যুবক গুলিবিদ্ধ হয়েছে।
এদিকে পুলিশ ও পরিবারের পরস্পরবিরোধী বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই ঘটনা তদন্তে সাতকানিয়ার সহকারী পুলিশ সুপারকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।