সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ৭ জেলে আটক

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অভিযোগে সাত জেলেকে আটক করা হয়েছে। এ সময় জেলেদের কাছ থেকে প্রায় পাঁচ হাজার ৩০০ মিটার কারেন্ট জাল, মাছ ধরার ট্রলার ও নৌকা আটক করা হয়।
গতকাল শুক্রবার রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতি ফরেস্টের বলেশ্বর নদীর দক্ষিণ পাড় থেকে স্মার্ট প্যাট্রলিং টিমের সদস্যরা জেলেদের আটক করেন। আজ শনিবার দুপুরে তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
জেলেরা হলেন মিজান খাঁ, রুবেল খাঁ, শাহাদাত, মিজান হাওলাদার, আবুল হাসেম, রুবেল হোসেন ও রহিম বাদশা। এদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার চরদোয়ানী এবং বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কামাল উদ্দিন আহমেদ জানান, পূর্ব সুন্দরবনে কয়েক দফা আগুন লাগার পর সেখানে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। জেলেরা সেখানে অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল। এ সময়ে ওই এলাকায় নিয়োজিত স্মার্ট প্যাট্রলিং টিমের সদস্যরা তাদের আটক করে।
আজ জেলেদের বিরুদ্ধে বন আইনের ২৬/১ (ক) ধারায় মামলা দায়ের করা হয়। পরে বাগেরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পাঠানো হলে বিচারক সিরাজুল ইসলাম গাজী জেলেদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।