মোংলায় দুই ঘেরমালিককে কুপিয়ে জখম

মোংলার গাববুনিয়া এলাকায় দুটি ঘেরের মালিকদের কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। দুই ঘেরমালিক বর্তমানে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন কালাম হাওলাদার (৪৫) ও আনোয়ার শেখ (৩৫)। এ ঘটনায় মোংলা থানায় অভিযোগ দায়ের করেছে আহতদের পরিবার।
স্থানীয় ও অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, কয়েক বছর ধরে চিলা ইউনিয়নের গাববুনিয়া গ্রামের কালাম হাওলাদার নিজের সাত বিঘা জমিতে ও আনোয়ার শেখ নিজের নয় বিঘা জমিতে চিংড়ি চাষ করছেন। ওই দুই ঘেরের পাশেই আছে মোহাম্মদ আলী শেখ (৩০) নামে এক ব্যক্তির ঘের।
মোহাম্মদ আলীর সঙ্গে ঘের নিয়ে কালাম ও আনোয়ারের বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে গত সোমবার মোহাম্মদ আলী ও তাঁর ভাই মোস্তাক শেখ ঘেরের বাঁধ কেটে কালাম ও আনোয়ারের সব মাছ ধরে নিয়ে যান। এতে ঘেরমালিক কালাম ও আনোয়ার চার লাখেরও বেশি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান।
থানায় দায়ের করা অভিযোগে বলা হয়, ঘেরের বাঁধ কেটে মাছ ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয় চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আকবর হোসেনকে জানানো হয়। গত শুক্রবার সন্ধ্যায় ঘটনার তদন্তে সরেজমিনে যান চেয়ারম্যান গাজী আকবর। তাঁর উপস্থিতিতেই ঘেরমালিক কালাম ও আনোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন মোহাম্মদ আলী শেখ ও তাঁর লোকজন।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন আনোয়ারের বড় ভাই দেলোয়ার হোসেন। ক্ষতিগ্রস্ত ঘেরমালিক কালাম ও আনোয়ার বলেন, ‘গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী শেখ শফিকুল ইসলাম রাসেলের পক্ষে কাজ করায় বর্তমান চেয়ারম্যান গাজী আকবর হোসেনের লোক মোহাম্মদ আলী শেখ আমাদের ঘের কেটে দিয়েছে। আমাদের অপরাধ রাসেলের নির্বাচন করা আর কিছু না।’
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফুর রহমান বলেন, অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।