সুন্দরবনে ৫ জেলেকে অপহরণ

পুরোনো ছবি
মুক্তিপণের দাবিতে সুন্দরবনের ঝাপসি এলাকা থেকে পাঁচ জেলেকে অপহরণ করেছে বনদস্যু সাগর বাহিনী। অপহৃত জেলেদের বাড়ি খুলনার দাকোপ উপজেলা কালাবগী এলাকায় বলে জানা গেছে।
জেলে-মহাজন সূত্র জানায়, আজ রোববার দুপুরের দিকে মংলার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গহিন বনের ঝাপসি এলাকায় চরজাল পেতে মাছ ধরছিলেন জেলেরা। এ সময় ওই এলাকার জেলেবহরে হামলা চালায় বনদস্যু সাগর বাহিনী। দস্যুরা জেলেনৌকায় হামলা চালিয়ে মাছ ও বিভিন্ন মালামাল লুটে নেয়। সেই সঙ্গে মুক্তিপণের দাবিতে পাঁচ জেলেকে অপরহণ করে নিয়ে যায়।
অপহৃত জেলেদের বাড়ি খুলনার দাকোপ উপজেলার কালাবগী গ্রামে। এঁদের মধ্যে তাৎক্ষণিকভাবে জিন্নাত মোল্লা নামের একজনের নাম জানা গেছে।