জঙ্গিবাদের বিরুদ্ধে মাগুরায় মানববন্ধন

দেশব্যাপী গুপ্তহত্যা ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আজ রোববার বিকেলে মাগুরায় ১৪ দলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ছবি : এনটিভি
দেশব্যাপী গুপ্তহত্যা ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে মাগুরায় ১৪ দলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেলে মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, ছাত্রলীগ, যুবলীগ, ওয়ার্কার্স পাটিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মীর রুবেল প্রমুখ।
দেশব্যাপী গুপ্তহত্যা ও জঙ্গিবাদের বিরুদ্ধে নিজ নিজ জায়গা থেকে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান বক্তারা।