আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে লুটের অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হেড়মা বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্যসহ একাধিক ব্যক্তির বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলের নেতৃত্বে এ লুটপাটের ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার দিবাগত রাতে এই লুটপাটের ঘটনা ঘটে। এ সময়ে দুর্বৃত্তদের হামলায় নারী, শিশুসহ ছয়জন গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে রাতেই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম।
এদিকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, দুর্বৃত্তরা প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আহতদের বাগেরহাট শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে তাঁরা জানান।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য জাকির খান জানান, মোরেলগঞ্জ উপজেলার হেড়মা বাজারে পূর্বশক্রতার জের ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল খানের ছেলে সোহাগ খানের নেতৃত্বে এদিন রাতে ১৫-২০ জনের একদল সন্ত্রাসী হেড়মা বাজারে জাহিদ খানের মোবাইল ও কম্পিউটারের দোকান ভাঙচুরসহ নগদ টাকা-পয়সা লুট করে নেয়। এরপর পাশের দোকান ও সাবেক ইউপি সদস্য কালাম খানের বাড়িতে হামলা ও ভাঙচুর করে তারা। এ সময় হামলাকারীরা নগদ অর্থসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নেয় বলে জাকির খান জানান।
এই ঘটনায় আহত আলেয়া বেগম (৩৫), সুমি আক্তার (১৬), হাসিনা বেগম (৪৫), সালমা বেগম (২৬), কালাম খান (৫০) ও জাহিদ খানকে (৪০) বাগেরহাট শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।
তবে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল খান হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা অস্বীকার করেছেন।
তবে মামলা ও তদন্তের পর বিস্তারিত জানানো সম্ভব হবে বলে মোরেলগঞ্জ থানার ওসি রাশেদুল জানান।