চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
নিহত দুজন হচ্ছেন গোমস্তাপুরের রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের হুকমত আলীর ছেলে শাহজাহান আলী ভুটু (৩২) ও চাড়ালডাঙ্গা গ্রামের দাউদ আলীর ছেলে জোব্দুল হক ভাদু (৩০)।
আজ সোমবার বিকেলে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকে নিহত দুই ব্যক্তির ছবি দেখে তাঁদের শনাক্ত করা হয় বলে জানিয়েছে বিজিবি।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে গোমস্তাপুরের রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনারুল ইসলাম জানান, রোববার গভীর রাতে ভুটু, ভাদুসহ কয়েকজন রাখাল ভারতে গরু আনতে গিয়েছিলেন। আজ রাতে তাঁদের মৃত্যুর খবর পাওয়া যায়।
বিজিবির ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান জানান, রোববার দিবাগত রাত ৩টার দিকে সীমান্তের শূন্যরেখা থেকে দুই গজ ভারতীয় অংশে চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালান বিএসএফের অনুরাধাপুর ক্যাম্পের সদস্যরা। এতে দুজন নিহত হন। পরে তারা লাশ নিয়ে ময়নাতদন্তের জন্য মালদা পুলিশের কাছে হস্তান্তর করে।
জাহিদ হাসান জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হলে আজ বিকেলে সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৬টা পর্যন্ত চলা বৈঠকে বিএসএফের দেখানো নিহত দুজনের ছবি এবং কিছু আলামত দেখে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
বিজিবি কর্মকর্তা জানান, তাঁদের লাশ ভারতীয় পুলিশের কাছে রয়েছে। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সকালে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিএসএফ।