নোংরা পরিবেশে মাছ বিক্রি করায় জরিমানা

মোংলায় লাইসেন্সবিহীন ডিপোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মাছ বেচাকেনার দায়ে তিন আড়ত মালিককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম ফরিদুজ্জামান খান জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বাগদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ বেচাকেনার অভিযোগ আজ সোমবার দুপুরে মোংলা শহরের মাছ বাজারের তিন ডিপো মালিককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একটি ডিপো থেকে উদ্ধার করা বিষমিশ্রিত (কীটনাশক) ১৫ কেজি চিংড়ি মাছ বিনষ্ট করা হয়েছে। সুন্দরবনে বিভিন্ন খালে বিষ দিয়ে শিকার করা মাছ দীর্ঘদিন ধরে মোংলার বিভিন্ন ডিপোতে বিক্রি করা হচ্ছিল।
কোস্টগার্ড কর্মকর্তা ফরিদুজ্জামান আরো বলেন, যেসব ডিপো মালিককে জরিমানা করা হয়েছে, তাঁদের কারো বৈধ কোনো লাইসেন্স ছিল না।
কোস্টগার্ডের এ অভিযোনে উপজেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব উপস্থিত ছিলেন।