ইউএনওর গাড়ির ধাক্কায় একজন নিহত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির ধাক্কায় ছলিমউদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরো একজন। আহত ব্যক্তি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত ছলিমউদ্দিনের বাড়ি তেঁতুলিয়ার ভজনপুর ইউনিয়নের গিতালগছ গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সোমবার দুপুরে ছলিমউদ্দিন ও তাঁর সঙ্গী মেজারউদ্দিন (৫৫) বয়স্ক ভাতার টাকা উত্তোলনের জন্য ব্যাটারিচালিত অটোরিকশায় করে ভজনপুর আসছিলেন। বিপরীত দিক থেকে ইউএনওর গাড়িটি অটোটিকে ধাক্কা দিলে যাত্রীরা গুরুতর আহত হন। ইউএনও শেখ মো. বেলায়েত হোসেন তাঁর গাড়িতে করে যাত্রীদের প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে গুরুতর আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ছলিমউদ্দিনের মৃত্যু হয়।
ভজনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মকছেদ আলী ইউএনওর গাড়ির ধাক্কায় গুরুতর আহত বৃদ্ধ ছলিমউদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তেঁতুলিয়ার ইউএনও শেখ মো. বেলায়েত হোসেন দুর্ঘটনার কথা নিশ্চিত করে বলেন, উল্টো পথে অটোটি রাস্তা ক্রসিং করছিল। এ সময় তাঁর গাড়ির সঙ্গে অটোর ধাক্কা লাগে।