সুন্দরবন সুরক্ষায় গোলটেবিল বৈঠক

খুলনায় ‘সুন্দরবন সুরক্ষায় বাস্তবতা ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে খুলনা ডায়াবেটিক হাসপাতালের মিলনায়তনে ‘জনউদ্যোগ’-এর আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান অতিথি ও খুলনা অঞ্চলের বন সংরক্ষক জহির উদ্দিন আহম্মেদ। আলোচনা করেন মুক্তিযুদ্ধের নবম সেক্টরের সাব-কমান্ডার মেজর (অব.) জিয়া উদ্দীন আহমেদ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ডিসিপ্লিনের অধ্যাপক ড. দিলীপ দত্ত।
বক্তারা বলেন, সুন্দরবন এখন ইউনেস্কো ঘোষিত বিশ্বঐতিহ্য। তাই এ বনকে সুরক্ষা করতে হবে। এ বনের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রায় ১৫ লাখ মানুষের জীবিকা। তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে বনের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। এর জন্য স্থানীয় লোকজনের সচেতনতা বৃদ্ধি করতে হবে।
বক্তারা আরো বলেন, বনের পাচারকারী ও বনদস্যুদের প্রতিহত করতে প্রশাসনকে আরো দৃঢ়ভাবে কাজ করতে হবে। সুন্দরবনকে অর্থনীতির মূল কাঠামোতে না এনে বনকে সুরক্ষা করার দিকে আরো নজর দিতে হবে।
গোলটেবিল বৈঠকে বিভিন্ন পরিবেশকর্মী তাঁদের অভিমত তুলে ধরেন। তাঁরা সুন্দরবন রক্ষার স্বার্থে রামপালে কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিরোধিতা করেন।