চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিহত ২ বাংলাদেশির লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশি যুবকের লাশ আজ মঙ্গলবার হস্তান্তর করা হয়েছে।
বিজিবির ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান জানান, আজ দুপুর ১২টায় সীমান্তের ২১৯ নম্বর পিলারের কাছে শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বিএসএফ বিজিবির কাছে দুই বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করে। পরে গোমস্তাপুর পুলিশের মাধ্যমে লাশ পরিবারের কাছে দেওয়া হয়।
গত রোববার দিবাগত রাত ৩টার দিকে চাড়ালডাঙ্গা সীমান্তের একটু দূরে ভারতীয় অংশে ৮২ বিএসএফের অনুরাধাপুর ক্যাম্পের জওয়ানদের গুলিতে নিহত হয় গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা গ্রামের দাউদ আলীর ছেলে জোব্দুল হক ভাদু (৩২) ও বেগপুর গ্রামের হুকমত আলী ছেলে শাহজাহান আলী ভুটু (৩০)। দুজন নিহতের পর সোমবার বিকেলে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছিল বিএসএফ।