‘সমুদ্র পথের সুষ্ঠু ব্যবস্থাপনায় হাইড্রোগ্রাফির গুরুত্ব অপরিসীম’

বিশ্ব বাণিজ্যের নব্বই শতাংশ পণ্য সমুদ্র পথে পরিচালিত হয় উল্লেখ করে চট্টগ্রামে অনুষ্ঠিত সেমিনারের বক্তারা বলেছেন, সাগর ও সমুদ্র পথের সুষ্ঠু ব্যবস্থাপনায় হাইড্রোগ্রাফির গুরুত্ব অপরিসীম।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামে ঈশা খাঁ ঘাঁটিতে বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষে এ সেমিনারের আয়োজন করে নৌবাহিনী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটির চেয়ারম্যান ও সহকারী নৌপ্রধান রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এম আখতার হাবিব।
সেমিনারে জানানো হয়, পণ্য পরিবহন, নিরাপত্তা ও সমুদ্র সম্পদ আহরণে হাইড্রোগ্রাফির গুরুত্ব দিন দিন বাড়ছে। নৌবাহিনী বঙ্গোপসাগরে হাইড্রোগ্রাফিক জরিপ ও গবেষণা চালিয়ে আসছে উল্লেখ করে জরিপ চার্ট বিশ্বের নাবিকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে বলেও জানানো হয় সেমিনারে।